যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা’র(এনএসএ) বাইরে এক গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম অনুসারে, এই ঘটনায় কমপক্ষে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ম্যারিল্যান্ড শহরের ফোর্ট মিড এলাকায় অবস্থিত সংস্থাটির প্রবেশদ্বারের সামনে হঠাৎ করে একটি কালো এসইউভি গাড়ি এসে থামার পরপরই গোলাগুলি শুরু হয়। এ খবর দিয়েছে বিবিসি।
নাসা’র এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে।
এনএসএ’র এক বিবৃতিতে বলা হয়, এনএসএ পুলিশ ও স্থানীয় নিরাপত্তা কর্মীরা ঘটনাটি খতিয়ে দেখছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও আপাতত কোন নিরাপত্তা হুমকি নেই। এদিকে, সিবিএস নিউজের এক খবরে বলা হয়েছে, কালো এসইউভি গাড়িটি কি উদ্দেশ্যে সংস্থাটির প্রবেশদ্বারে এসে থেমেছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি লিন্ডসে ওয়াল্টার্স এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রা¤পকে ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বিবৃতিতে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। বুধবার সকালের ঘটনা নিয়ে এনএসএ তাৎক্ষণিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি।