ইনজুরি পিছু ছাড়ছেনা টাইগারদের। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তারা খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তাই বদলি হিসেবে ডাক পেয়েছেন উইকেট কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মুশফিক ও তামিমের খেলার সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে রিয়াদ বলেন,‘হঠাৎ তামিম বাইসেপসে (হাতের পেশি) কিছুটা টান অনুভব করে। ওর জন্য আমরা একাদশ ঘোষণার অপেক্ষায় আছি। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাপারটাও আছে। ’মুশফিকের চোট অতটা গুরুতর নয়। তাই মুশফিককে নিয়ে বেশি আশাবাদী অধিনায়ক, ‘মুশফিক কব্জিতে চোট পেয়েছে। আশা করছি সুস্থ হয়ে উঠবে।’
এমন সংশয়াচ্ছন্ন পরিস্থিতিতে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে মিঠুনকে। বিপিএলে ভালো খেলার সুবাদে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন তিনি। তবে শুধু ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। তামিম খেলতে না পারলে ওপেনিংয়ে মিঠুনের খেলার জোরালো সম্ভাবনা।