বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এপিবিএন। গতকাল মঙ্গলবার সকালে বন্দর থানা এলাকার দিনার গ্রাম ও দিনার দক্ষিণ চর আইচা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন দিনার গ্রামের রিপন হাওলাদার (২৮) ও দিনার দক্ষিণ চর আইচা গ্রামের রিপন হাওলাদার (৪২)। আটককৃতদের কাছ থেকে একশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টিঃ) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার।
(Visited ২২ times, ১ visits today)