রিপোর্ট – নুরে আলামিন বাপ্পী
নিজেদের ১১ তম ম্যাচ জিতে রিয়েলের ঠিক পিছনে পয়েন্ট তালিকার ২ এ রইল বার্সা।।তাদের প্রতিপক্ষ ছিল সেভিয়া।।প্রথমেই এগিয়ে যায় সেভিয়া।।১৫ মিনিটের গোলটি করেন ভিটলো।।৪৩ মিনিটে মেসির গোলে সমতা আনে বর্সা ।।১-১ গোলের সমতা নিয়ে বিরততে যায় মেসি,, নেইমাররা।।বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে জয় সূচক গোলটি করেন সুয়ারেজ।।এই জয়ে তাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৫ পয়েন্ট।।
(Visited ৬ times, ১ visits today)