ইরানের সাম্প্রতিক গোলযোগ সৃষ্টির প্রচেষ্টায় পশ্চিমা গণমাধ্যমগুলো বিক্ষোভকারীদের উসকানি দিয়েছে বলে একজন রুশ কূটনীতিক খবর দিয়েছেন। তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লাওয়ান জাগারিয়ানের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
জাগারিয়ান বলেছেন, ইরাকে কয়েক সপ্তাহ আগের গোলযোগ সৃষ্টির প্রচেষ্টায় বিবিসি ফার্সি, ভয়েস অব আমেরিকার ফার্সি বিভাগ এবং পিপলস মুজাহেদিন নামে খ্যাত সন্ত্রাসী মুনাফেকিন গোষ্ঠীর ওয়েবসাইট উসকানিদাতার ভূমিকা পালন করেছে।
জাগারিয়ান আরো বলেন, এসব গণমাধ্যম গোলযোগের মাত্রা বাড়িয়ে দেয়ার জন্য বিক্ষোভকারীদেরকে সহিংস আচরণ করতে এমনকি সশস্ত্র হতে উসকানি দিচ্ছিল। ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষদিকে ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কয়েকটি শহরে কিছু মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন।
এভাবে কয়েকদিন শান্তিপূর্ণ বিক্ষোভ চলার পর ইরানের শত্রুরা এই প্রতিবাদকে সহিংসতার দিকে নিয়ে যায় এবং গোলযোগ সৃষ্টির প্রচেষ্টা চালায়। কিন্তু ইরানের সচেতন জনগণ শত্রুর ষড়যন্ত্র আঁচ করতে পেরে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করলে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা ভণ্ডুল হয়ে যায়।