লুসি হল্টকে নিজ হাতে ফ্রিযুক্ত মাল্টিপল ভিসার পাসপোর্ট তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বঙ্গবন্ধু উদ্যানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের ফলক উন্মোচন শেষে এই হস্তান্তর প্রক্রিয়া কার্যক্রম হয়। এসময় লুসির শারীরিক খোজ খবর নেন প্রধানমন্ত্রী। যে কোন প্রয়োজনে সরকার লুসির পাশে থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে অচিরেই লুসির প্রত্যাশা অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব প্রদান করা হবে বলেও জানানো হয়।
এসময় অনবদ্য রিপোর্ট প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানান লুসিকে প্রথম গণমাধ্যমের পর্দায় নিয়ে আসা সাংবাদিক অপূর্ব অপুকে। লুসি হল্টকে ফ্রিযুক্ত মাল্টিপল ভিসার পাসপোর্ট পেতে সহযোগিতায় করেছেন-সাবেক জেলা প্রশাসক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার পরিচালক ও যুগ্ন সচিব ড. গাজী মোঃ সাইফুজ্জামান, যুগ্ন সচিব ড. শফিকুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, ডেমক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল কোঅর্ডিনেটর দিপু হাফিজুর রহমান প্রমুখ।