বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমাতে না জমাতেই রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। সেই মাত্রাটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। নেইমারের রিয়ালে নাম লেখানোর জোরালো সম্ভাবনা সবার মুখে মুখে। স্বদেশী মার্সেলোর বিশ্বাস, শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেবেন সাবেক বার্সা তারকা। গত বছরের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সা অধ্যায়ের (২০১৩-১৭) ইতি টানেন নেইমার। সময় বাড়ার বাড়ার সঙ্গে পিএসজিতে অসুখী থাকার খবর চাউর হয় চারদিকে। তখন থেকেই মাদ্রিদের নাম উঠে আসে। রিয়াল প্রেসিডেন্টের মুখেও একই সুর। ২৬-এ পা রাখা ‘আগামীর বিশ্বসেরা’কে পেতে যে তারা চেষ্টার কমতি রাখবে না তা স্পষ্ট। এদিকে, পিএসজি নাকি এক শর্তে আগামী সামারেই নেইমারকে রিয়ালের হাতে তুলে দিতে প্রস্তুত। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নাকি স্বয়ং নিজেই ব্রাজিলিয়ান আইকনকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিসে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে পারলে স্পেনে ফেরার অনুমতি দেবেন। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের চলতি মৌসুমের নকআউট পর্বেই মুখোমুখি হতে যাচ্ছে টানা দু’বারের চ্যাম্পিয়ন রিয়াল ও নেইমারের পিএসজি।