বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ‘সাঁজানো’ রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। পরে যুবদলের ব্যানারে বের হওয়া একটি মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।
রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কঠোর পুলিশি বেষ্টনীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বী শামীম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু এবং জেলার অন্তর্গত সকল থানা ও পৌর কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।
সমাবেশে বক্তারা বেগম জিয়াসহ সিনিয়র নেতাদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার রায় প্রত্যাহারসহ খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
এদিকে যুবদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর সদর রোডসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।