শনিবার , ২১ জানুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মহানগর আ’লীগ দলকে ঢেলে সাজানো হবে ॥ রাজনৈতিক প্রশিক্ষণ দেয়া হবে কর্মিদের

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ২১, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ

মোঃ শাহাজাদা হিরা ॥

সিনিয়ার স্টাফ রির্পোটার.

গতকাল বিকেল ৪টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাতের কালিবাড়ি রোডস্থ বাসভবন চত্বরে নবগঠিত মহানগর আ’লীগ সাংবাদিকদের সাথে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় মিলিত হন। উপস্থাপনা বক্তব্যে সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে মহানগর আ’লীগের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
বরিশাল মহানগর আওয়ামীলীগ আগামী ২৬ জানুয়ারী থেকে প্রতিটি ওয়ার্ডে কর্মী সভা করবে। রাজনৈতিক বন্ধা কাটাতে এবং নিজেদের ভুল ত্র“টি কাটিয়ে উঠতে তারা চেষ্টা করছেন। সে লক্ষ্যে রাজনৈতিক প্রশিক্ষন কেন্দ্র করার উদ্যোগও নেয়া হয়েছে দলের পক্ষ থেকে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় এক সংবাদ সম্মেলনে মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল এসব কথা বলেন। বরিশাল নবগঠীত মহানগর আওয়ামী লীগ এর আয়োজনে কালিবাড়ি রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাদ এর বাসভবনে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত বরিশাল মহানগর আওয়ামী লীগ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাকীর্ন এ সংবাদ সম্মেলনে নবগঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি, এ্যডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক, এ.কে.এম জাহাঙ্গীর হোসেন, যুগ্মু সম্পাদক, সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারী বিএনপির কর্মসূচীতে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর আ’লীগের নেতৃবৃন্দ বলেন, ওই দিনের অনাকাংখিত ঘটনার সাথে আ’লীগের কেউ জড়িত কিনা তা তদন্তে পুলিশকে বলা হয়েছে। তারাও খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত আ’লীগের কারো জড়িত থাকার প্রমান পাননি। বরং এটা বিএনপির কোন্দলে ঘটতে পারে বলে দাবী করেন নগর সভাপতি দুলাল। এসময় আ’লীগ সভাপতি দুলাল বার বার উলে¬খ করেন, গত বৃহস্পতিবার তাদের এক কর্মীকে প্রকাশ্যে যে বিএনপি দলীয় মেয়র পুত্র মারধর করে মুজিব কোর্ট ছিড়ে ফেলেছে তাও আপনাদের মনে রাখতে হবে।
৫ জানুয়ারী বিএনপির উপর হামলায় গত বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, আ’লীগকে মনে রাখতে হবে- ‘এই দিন দিন নয়।’ সরোয়ার’র এমন বক্তব্যের জবাবে সংবাদ সম্মেলনে মহানগর আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেন, যিনি (সরোয়ার) এমন বক্তব্য দিয়েছেন তার রাজনীতি শুরু হয়েছিল সংঘাত দিয়ে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে আ’লীগ। আ’লীগ নেতা এ্যাড. জাহাঙ্গির বলেন, তারা মহানগরীর তৃনমুল আ’লীগককে এক বছরের মধ্যে শক্তিশালী করবেন। এজন্য ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভাও করা হচ্ছে। ওয়ার্ড কমিটিতে কোন সন্ত্রাসী, হাইব্রিড কর্মীদের স্থান হবে না। তিনি আ’লীগের বিপদগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, ওদের রাজনৈতিক চর্চা নেই। আসলে আ’লীগ করা আর আ’লীগ হওয়া অনেক পার্থক্য। ওরা আসছে আ’লীগ করতে আর খেতে। রাজনৈতিক প্রশিক্ষনের মাধ্যমে এ অব¯’া কাটিয়ে ওঠা হবে।
নগরীতে আ’লীগের ব্যানার ফেস্টুন প্রসঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়-অতি উৎসাহীরা নেতাদের ছবি দিয়ে এটা করছে। দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। নগর উন্নয়ন, গন পরিবহনের সংকট, লঞ্চে রোটেশন প্রথা, বিমান, শেবাচিম হাসপাতাল গেটে কথায় কথায় ছাত্রলীগের তালা দেয়ার মত নানা জনকল্যানমুলক বিষয়ে আ’লীগ কর্মসূচী দিবে কিনা সাংবাদিকদের এমন আহবান নাকচ করে দিয়ে নগর সভাপতি এ্যাড. দুলাল বলেন, ‘সুশীল সমাজ আন্দোলনে নামলে আ’লীগ তাদের পাশে থাকবে।’
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মহানগর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহ বলেন, তৃনমূল পর্যায় থেকে নেতাকর্মীদের ভুল ত্র“টি সংশোধন করতে তারা রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগ নিয়েছেন। এ অবস্থা কাটিয়ে উঠতে ছাত্রলীগ, যুবলীগের কমিটি নতুন করে সাজানো হবে। তিনি মহানগর আ’লীগের নতুন কমিটিকে সহযোগিতার জন্যও সাংবাদিকদের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক কুদরাত ইলাহী টুটুল, সাংগঠনিক সম্পাদক মনির মোল¬া, সদস্য আনোয়ার হোসাইন, বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, প্রথম আলোর ব্যুরো চিপ সাইফুর রহমান মিরন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি, কাজী আবুল কালাম আজাদ, মুরাদ, পুলক চ্যাটার্জি, অপূর্ব আপু প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।ৃৃৃ

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি