কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে জেলা ও মহানগর বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশি বেষ্টনীর মধ্যে জেলা বিএনপি সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা যুবদল সাংগঠনি সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। বিকেল ৪টায় একই স্থানে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, প্যানেল মেয়র শরীফ তাছলিমা কালাম পলি, কাউন্সিলর সৈয়দ আকবর, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম লিপন প্রমুখ। উভয় বিক্ষোভ কর্মসূচী চলাকালে চারদিক থেকে পুলিশ বেষ্টনী দিয়ে রাখে। শেষ পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা পুলিশি বেষ্টনীতে তাদের কর্মসূচী পালন করে স্থান ত্যাগ করে।
এদিকে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিকেলে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ চলাকালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ সদর রোডে অবস্থান নেয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষন করে। কোতয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, যে কোনো ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।