শেষ দিনে দুর্দান্ত ব্যাটিং নৈপূণ্যে শ্রীলঙ্কা বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করে স্বাগতিক বাংলাদেশ। তবে বৃহস্পতিবার শুরু হওয়া ঢাকা টেস্ট জিতে সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের। তিন বছর আগে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ওই বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কারও। এমন লক্ষ্য নিয়েই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু’দলের এ ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নেমেই জয় পান মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। তিন নম্বরে নেমে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন মুমিনুল হক। তার সাথে পাল্লা দেয়া চেষ্টা করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ।
মুমিনুলের মত বড় ইনিংস খেলতে না পারলেও, গুরুত্বপূর্ণ দু’টি ইনিংস খেলেছেন মুশফিকুর ও মাহমুদুল্লাহ। মুমিনুল ১৭৬ রান করে আউট হয়েছিলেন। এ ছাড়া মুশফিক করেন ৯২ ও মাহমুদুল্লাহ ৮৩ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।
এরপর নিজেদের ইনিংসে ব্যাট হাতে দক্ষতার সাথেই জবাব দিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ১৯৬, ধনঞ্জয়া ডি সিলভার ১৭৩ ও রোশন সিলভার ১০৯ রানের সুবাদে ৯ উইকেটে ৭১৩ রান করে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংস থেকে ২ শ’ রানের লিড পায় লঙ্কানরা।
এজন্য ২ শ’ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৮১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম অবস্থায় ইনিংস হারের শংকায় পড়ে টাইগাররা। কিন্তু ম্যাচের পঞ্চম ও শেষ দিন সেটি হতে দেননি মুমিনুল। উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে সেরা লড়াই করেছেন মুমিনুল। তাই সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তারা। মুমিনুল সেঞ্চুরি পেলেও নাভার্স-নাইন্টিতে বিদায় নেন লিটন। মুমিনুল ১০৫ রান করলেও ৯৪ রানে থেমে যান লিটন। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। এই ইনিংসে ১ শ’ ওভার ব্যাট করে বাংলাদেশ।
ঢাকার মাঠে সর্বশেষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। শক্তিশালী এ দল দুটির বিপক্ষে পাওয়া জয়ও আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।
কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম টেস্ট ড্র করতে পেরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ। তাই ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ, ‘অবশ্যই আমাদের টেস্ট সিরিজ জয়ের সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে আমরা অনেকটা কঠিন পরিস্থিতি থেকে ড্র বের করে নিয়েছি। এখন আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ। ২০১৪ সালের পর টেস্ট সিরিজ জেতা হয়নি, এটা ভালো একটা সুযোগ। সব খেলোয়াড়ই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’
জয়ের সমান ড্র’তে খুশি বাংলাদেশ। তাই ঢাকা টেস্ট জয়ের কথা ভাবছে তারা। জয়ের কথা ভাবছে শ্রীলঙ্কাও। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার আভাস দিয়ে রাখলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দ্বিতীয় টেস্টের আগে চান্ডিমাল বলেন, ‘আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। এটাই আমাদের আসল লক্ষ্য। ভালো ক্রিকেট খেললে ফলাফল আপনার পক্ষে আসবেই। তাই ঢাকা টেস্ট জয়ের লক্ষ্য আমাদেরও আছে।’
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাইম হাসান ও তানবীর হায়দার।
শ্রীলঙ্কা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, ধনানঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, রোশন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, দুশমন্ত চামিরা, লক্ষন সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গামেগা ও লাহিরু কুমারা।
বিনা টিকেটে ঢাকা টেস্ট দেখতে পারবেন স্কুলের শিক্ষার্থীরা
বৃহ্স্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই টেস্টের পাঁচ দিনই বিনা টিকেটে খেলা দেখতে পারবেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। এজন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে আসতে হবে ও পরিচয়পত্র সাথে আনতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ঐ ম্যাচেও একই নিয়মে টেস্ট দেখা সুযোগ ছিল শিক্ষার্থীদের।
সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।