বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাংলাদেশ-শ্রীলংকা শেষ টেস্ট আজ শুরু

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। ঢাকায় দ্বিতীয় আর শেষ টেস্টটি শুরু হবে আজ থেকে। এই টেস্টে জয়ের কথাই ভাবছে দল দুটি। কারণ এই টেস্টে বিজয়ী দলই জিতবে টেস্ট সিরিজ। মিরপুর স্টেডিয়ামে টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। প্রথম টেস্টে প্রথম দিকে পিছিয়ে পরেও শেষ দিনে দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করে স্বাগতিক বাংলাদেশ। তবে ঢাকা টেস্ট জিতে সিরিজ জয়ের লক্ষ্য এখন টাইগারদের। তিন বছর আগে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে শ্রীলংকাকে হারিয়ে টেস্ট সিরিজ জিততে মরিয়া মাহমুদুল্লাহ রিয়াদের দল। ঢাকার মাঠে সর্বশেষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। শক্তিশালী এ দল দুটির বিপক্ষে পাওয়া জয়ও আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

ত্রিদেশীয় সিরিজ জয়ের পর শ্রীলংকা চাইবে এই টেস্ট জিতে টেস্ট সিরিজও জয় করতে। আর প্রথম টেস্ট ড্র করা বাংলাদেশ স্বপ্ন দেখছে শেষ টেস্টে জয়ী হয়ে টেস্ট সিরিজ জিততে। ঢাকা টেস্ট যে চট্টগ্রাম টেস্টের মত এতটা বিরক্তিকর হবে না, তা স্মরণ করিয়ে দিয়েছেন স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাাহ রিয়াদ এবং শ্রীলংকান দলের টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ঢাকা টেস্ট শুরুর আগেরদিন তারা দু’জনই জানিয়ে দিলেন, ঢাকা টেস্টে রেজাল্ট হবে। কারন ঢাকার উইকেট স্পিন সহায়ক, এ কারণেই ৫দিন শেষে খেলা অমিমাংসিত থাকার সুযোগ নেই বললেই চলে। যে কেউ একজন জয় তুলে নেবেই। তাই এই টেস্ট নিয়ে আশাবাদী দু-দেশই। চট্টগ্রাম টেস্ট ড্র করতে পেরে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তাই ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট নিয়ে রিয়াদ বলেন, ‘অবশ্যই আমাদের টেস্ট সিরিজ জয়ের সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে আমরা অনেকটা কঠিন পরিস্থিতি থেকে ড্র বের করে নিয়েছি। এখন আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ। ২০১৪ সালের পর টেস্ট সিরিজ জেতা হয়নি, এটা ভালো একটা সুযোগ। সব খেলোয়াড়রাই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’ ঢাকা টেস্ট জয়ের কথা ভাবছে শ্রীলংকাও। তবে প্রতিন্দ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার আভাস দিয়ে রাখলেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। চান্ডিমাল বলেন, ‘আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। এটাই আমাদের আসল লক্ষ্য। ভালো ক্রিকেট খেললে ফলাফল আপনার পক্ষে আসবেই। তাই ঢাকা টেস্ট জয়ের লক্ষ্য আমাদেরও আছে।’

বাংলাদেশ দল : মাহমুুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাইম হাসান ও তানবীর হায়দার।

শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, ধনানঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, রোশন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, দুশমন্ত চামিরা, লক্ষন সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গামেগা ও লাহিরু কুমারা।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি