বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুরে বিএনপি’র ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মো: সালাম কবির।
আটককৃতদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিএনপি নেতা মিঠু হাওলাদার, মো. শামছুল আলম হাওলাদার ও যুবদল নেতা শহিদুল ইসলাম, ভান্ডারিয়ায় যুবদল নেতা সোহাগ মুন্সী, মঠবাড়িয়ায় ছাত্রদল নেতা মিজানুর রহমান, নেছারাবাদে (স্বরূপকাঠী) ছাত্রদল নেতা পলাশ হোসেন ও ইন্দুরকানী থেকে আব্দুল খালেক মাঝি।
নেছারাবাদ থানার ওসি জানিয়েছেন, পলাশের নামে আগে মামলা রয়েছে। বিএনপি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে বিএনপি’র নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে এবং তাদের ধরপাকর করছে।
(Visited ৬ times, ১ visits today)