দীর্ঘ প্রায় ১৮ মাস পর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৭ মার্চ লাওসে গিয়ে একটি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। গতকাল রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় লাওসের সঙ্গে ম্যাচ খেলার বিষয়টি অনুমোদন পায়। এছাড়াও আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে শক্তিশালী জাতীয় দল গঠনের জন্য পরিকল্পনা নিয়েছে। দীর্ঘদিন কোন ম্যাচ না থাকায় জাতীয় দল গঠিত হয়নি। দল না থাকলেও জাতীয় দলের বিদেশী কোচ রয়েছেন। অ্যান্ড্রু ওর্ড নামের ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচকে প্রায় বছর খানিক আগেই নিয়োগ দিয়ে রেখেছে বাফুফে। তবে বসে বসে বেতন নিচ্ছে এমনটি নয়। ঘরোয়া খেলা দেখা, ছুটি কাটানো আর কখনো কখনো বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেই সময় কাটাচ্ছেন অ্যান্ড্রু ওর্ড। অবশেষে তিনি পুরোদমে কাজের সুযোগ পাচ্ছেন। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। গত তিন আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পেতে বেশ আঁটঘাট বেধেই নামছে। এবার যেন দল ভালো করতে পারে তাই আগামী ৮ মাস টানা অনুশীলন আর ম্যাচের মধ্যে ফুটবলারদের রাখতে চায়। ইতিমধ্যেই বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি ও জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে একটা পরিকল্পনা জমা দিয়েছে বাফুফেকে। সেই প্রেসক্রিপশন নিয়েই কাজ করতে চায় বাফুফে। ন্যাশনাল টিমস কমিটি সভা শেষে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন,‘আমরা সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে যাচ্ছি। লাওসের সঙ্গে ম্যাচ হবে। আমরা চেষ্টা করবো ফিফা উইন্ডোতে আরো কিছু ম্যাচ খেলার।’ তিনি জানালেন, লাওসের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দেড় মাস আগে ১৩ ফেব্রুয়ারি আবাসিক ক্যাম্প শুরু করবে বাফুফে। লম্বা সময়ের জন্য এ ক্যাম্প হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। ন্যাশনাল টিমস কমিটি ৪০ জনের মতো খেলোয়াড় নিয়ে আবাসিক ক্যাম্প শুরু করার কথা ভাবছে। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ১ কোটি ২০ লাখ টাকা সম্ভাব্য বাজেট ধরেছে বাফুফে। কোচিং স্টাফে যোগ হবেন আরো দুই বিদেশী। একজন গোলরক্ষক কোচ ও একজন ফিটনেস কোচ দ্রুত নিয়োগ দেয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে ন্যাশনাল টিমস কমিটির সভায়। উল্লেখ্য, ভুটানের থিম্পুতে ২০১৬ সালের ১০ অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-১ গোলের লজ্জার হারের পর গত প্রায় দেড় বছর আর আন্তর্জাতিক ম্যাচে পা পড়েনি বাংলাদেশের। ফিফা ও এএফসি আয়োজিত সিনিয়র কোনো টুর্নামেন্টে খেলার সুযোগও ছিল না ওই হারের পর।