শীতের ঘন কুয়াশা নয়, এবার নিরাপত্তার চাদরে ঢাকা পড়বে বরিশাল। শেখ হাসিনা সেনা নিবাস সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও প্রকল্পের উদ্বোধন করা সহ বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষন দিতে ৮ ফেব্র“য়ালী বরিশাল আসবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার মহাপরিকল্পনা হাতে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ক’টি ইউনিট। প্রধানমন্ত্রীর বরিশালে আগমন উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে । পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপি র্যাব সদস্যরা বরিশাল শহরের বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা টহল এবং চেকপোষ্টের ব্যবস্থা করে।
এছাড়াও র্যাবের গোয়েন্দা বিভাগের ব্যক্তিবর্গ তাদের তথ্য সংগ্রহ এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো শহর জুড়ে র্যাবের পক্ষ হতে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের এই এলিট ফোর্স সর্বদা প্রস্তুুত বলে জানিয়েছে র্যাব ৮ এর কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর ভেন্যু ঘিরেও থাকবে র্যাবের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। ভেন্যুতে শতাধিক পোষাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোষাকেও অবস্থান করবে র্যাব সদস্যরা।