স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কি.মি. রিং রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় এ কাঁটাতারের বেড়া নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গারা যাতে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ১১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে পুনরায় ফেরত পাঠানো হচ্ছে।