প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে দুটি শতক হাঁকালেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও শতক পার করেছেন কক্সবাজার জেলার এই ক্রিকেটার।
২৫তম টেস্ট ম্যাচ খেলা মুমিনুলের এটি ষষ্ঠ শতক। এছাড়া ১২ টি অর্ধশতকও আছে তার নামের পাশে।
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে শ্রীলংকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ উইকেট। দ্বিতীয় ইনিংস শুরুর আগে ২০০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ মূলত টেস্ট ড্রয়ের জন্যই ব্যাট করতে নামে।
লিটন দাসের সাথে ১৮০ রানের জুটি গড়েন মুমিনুল হক। যা চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
ধনঞ্জয় ডি সিলভার বলে ১০৫ রানে আউট হন মুমিনুল। ১৭৪ বল খেলেন এই ইনিংসে। ৫টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
এই শতকে ভারতের সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, ভিরাট কোহলি, পাকিস্তানের মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের পাশে নাম লিখিয়েছেন মুমিনুল।