‘প্রশ্নপত্র ফাঁস কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই’। প্রশ্নপত্র ফাঁস কেন শিক্ষামন্ত্রী জবাব চাই।’ লিখিত এমন প্ল্যাকার্ড নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ ‘সচেতন অভিভাবক ও ভুক্তভোগী ছাত্রছাত্রীবৃন্দ’ ব্যানারে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া খানম বলেন, নিজেরা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে পারছেন না অথচ কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছেন। কোচিং সেন্টার প্রশ্নপত্র ফাঁস করে না।
৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক আফসানা আক্তার বলেন, কোচিং সেন্টার বন্ধ থাকায় আমাদের সন্তানদের পড়া লেখার মান নষ্ট হচ্ছে। আমরা আমাদের সন্তানদের ঠিকভাবে লেখাপড়া করাতে চাই। অবিলম্বে কোচিং সেন্টার খুলে দেওয়া হোক।
(Visited ১২ times, ১ visits today)