বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্যের উদ্যোগে ১১নং ওয়ার্ড এর পাউবোর অফিস সংলগ্ন বি আই পি গেটএ পেপারস কর্ণার ‘ করা হয়।বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্যে বিভিন্ন সেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে ।তারই অংশ হিসেবে পরিক্ষামূলক বরিশাল নগরীর ১১নং ওয়ার্ডে পেপারস কর্ণার ‘ করা হয়।
উল্লেখ্য উক্ত স্থানে প্রতিদিন এলাকার সাধারণ মানুষের জন্য দুইটি জাতীয় দৈনিক ও চারটি আঞ্চলিক পত্রিকা লাগানো হবে। উক্ত কর্মকাণ্ডতে আনন্দিত হয়েছেন স্থানীয় জনগন।
স্থানীয় বাসিন্দা মোঃ মোতালেব হোসেন বলেন এটি অনেক ভালো উদ্যোগ।এতে যেমন মানুষের অবসর সময় কাটবে তেমনি এর ফলে মানুষ দেশবিদেশের অনেক তথ্য জানতে পারবে।
দূর্বার তারুণ্যের সদস্য আরাফাত শিকদার ও তাহমিদ আল সাকিব বলেন তাদের এ সেবা পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডেও ছড়ানো হবে।
(Visited ১৪ times, ১ visits today)