শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সু চি’র বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ২, ২০১৮ ১২:০৯ পূর্বাহ্ণ

মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র লেকসিড ভিলায় একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সিএনএন এক খবরে জানিয়েছে, স্টেট কাউন্সিলর অফিসের মহাপরিচালক জাও হেটে পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার সময় সেখানে নোবেল বিজয়ী নেত্রী ছিলেন কি না তা নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

এ প্রসঙ্গে জাও হেটে বলেন, ‘এটি পেট্রলবোমা ছিলো। আমরা সময়মতো আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই দোষীদের ধরতে তদন্ত শুরু করেছে বলেও জানান ওই মহাপরিচালক।

গ্লোবাল টাইমের খবরে বলা হয়, হামলার সময় সু চি সেখানে ছিলেন না। তিনি নেপিডোতে অবস্থান করেছিলেন।

স্ট্রেইটটাইসের খবরে বলা হয়, সামরিক সরকারের আমলে এই বাড়িতেই দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সু চি। তার বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন সু চি।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে সহিংস সেনা অভিযানের পর গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও লুটতরাজ করার অভিযোগ রয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। এ ইস্যুতে নিরব থাকায় বিশ্বজুড়ে সমালোচিত সু চি।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি