বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচে মোমিনুল হকের ১৭৫ রানের হাত ধরে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭৪ রান।
আজ বুধবার ইনিংসের প্রথম দিনে ব্যাট করতে নেমে ৭২ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটটি পড়ে। ১৬ ওভারের মাথায় ৫৬ রান করে পেরেরার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। দলের দ্বিতীয় উইকেটটি পড়ে ১২০ রানের মাথায়। ব্যাক্তিগত ৪০ রানে ইমরুল কায়েসকে এলবিডাব্লিউ করেন সান্দাকান। এরপর মোমিনুল-মুশফিকের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যায়। হাতের হাত ধরেই ২ উইকেটে ৩০০ রান পার করে বাংলাদেশ। তবে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছিয়েও হতাশ হতে হয় মুশফিকুর রহিমকে। লাকমালের বলে ৯২ রানের মাথায় ডিকওয়েলার হাতে ক্যাচ তুলে দেন তিনি। এর পরের বলেই লিটন দাসকে বোল্ড করেন লাকমাল। তিনি খাতায় কোনো রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংসের প্রথম দিন। এর মধ্যে অপরাজিত থেকে মোমিনুলের একারই সংগ্রহ ১৭৫ রান।
বাংলাদেশের হাতে রয়েছে এখনও ৬ উইকেট। শ্রীলঙ্কার পক্ষে লাকমাল ৪৩ রানে ২ উইকেট, পেরেরা ৯৮ রানে ১ উইকেট ও সান্দাকান ৫৮ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন।
প্রথমবারের মত জাতীয় দলের নেতৃত্বভার পেয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়া অধিনায়ক সাকিব আল হাসানকে এই টেস্টে পায়নি বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ডাক পেয়েও একাদশে স্থান পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। চোখের সমস্যার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও একাদশে এসেছেন।