মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক মাইক পম্পেও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় আমেরিকার ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আমেরিকার উদ্বেগ বাড়ছে। সিরিয়ায় ইরানের প্রভাব বৃদ্ধিতে আমেরিকার এই উদ্বেগ কয়েকগুণ বেশি বলেও তিনি মন্তব্য করেন।
মাইক পম্পেও এই সাক্ষাৎকারে বিশ্বের বিভিন্ন দেশের গোপন তথ্য হাতিয়ে নেয়ার বিষয়েও স্বীকারোক্তি দেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি গোপন তথ্য ‘চুরি করার’ জন্য সবচেয়ে খারাপ কাজটি করতেও সিআইএ দ্বিধা করে না।
গত কয়েক বছরে ইরাক ও সিরিয়ায় ব্যাপক তাণ্ডব চালায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ
মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক এমন সময় ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর অভিযোগ তুললেন যখন সৌদি আরবসহ আমেরিকার আঞ্চলিক মিত্ররা এ অঞ্চলে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনসহ বিভিন্ন স্বতন্ত্র সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আমেরিকা এখনো মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মানবতা বিরোধী অপরাধ করার জন্য সবরকম সহায়তা দিয়ে যাচ্ছে।