যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের পথরোধ করেছে রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমান। সোমবার কৃষ্ণ সাগরের ওপরে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ। রুশ বিমানটি মার্কিন বিমানটির একেবারে দেড় মিটারের মধ্যে চলে আসে।
রাশিয়ার যুদ্ধবিমানের গতিবিধিকে ‘দুই তরফের জন্য বিপজ্জনক’ বর্ণনা করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরআইএ জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর বিমান, যা ছিল ইপি-৩ই অ্যারিস টু প্লেন, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ইপি-৩ কে বিপজ্জনকভাবে বাধা দিয়েছে রাশিয়ার একটি য্দ্ধুবিমান, সেটি সরাসরি ইপি-৩’র গমন পথের সামনে দিয়ে পার হয় এবং পাঁচ ফুট বা দেড় মিটার দূরত্বের মধ্যে চলে আসে। ‘আন্তর্জাতিক নিয়ম ও সমঝোতাকে উপেক্ষা করে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো তৎপরতার সর্বশেষ উদাহরণ এটি।’
বিবৃতিতে এসব বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপর দিকে আরআইএ জানিয়েছে, এ ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমানটি সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে এর গতিপথ পরিবর্তন করলে এসইউ-২৭টি ঘাঁটিতে ফিরে আসে।’