বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ৩১, ২০১৮ ১২:৫৩ পূর্বাহ্ণ

আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ও পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। দু’দলের মধ্যকার ম্যাচটি বাংলাদেশে সময়ানুযায়ী ভোর ৩.৩০ থেকে শুরু হবে।

ইংল্যান্ডের যুবাদের পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচের প্লে-অফে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন সাইফ-আফিফরা। আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবাদের চাওয়া আসরে নিজেদের শেষ ম্যাচটি জয় দিয়েই শেষ করা। অন্যদিকে একই লক্ষ্য প্রোটিয়া যুবাদেরও।

প্রতিযোগিতায় যাত্রাপথ-
নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ‘সি’ এর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপুটে জয় দিয়ে আসরে যাত্রা শুরু হয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে ফেলে দলটি। উড়তে থাকা বাংলাদেশ হোঁচট খায় প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে এসে। ব্যাটিং বিপর্যয়ের পর ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে কোয়ার্টার ফাইনালে আসে দলটি। ভারতের কাছে কোয়ার্টারে হেরে  সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়ে সাইফরা। এরপর পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচের প্লে-অফে আবারও ইংল্যান্ডের মুখোমুখি হয়ে তাদের হারিয়ে পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচের জন্য নির্বাচিত হয় সাইফবাহিনী।

অন্যদিকে, কেনিয়া, উইন্ডিজের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গ্রুপ ‘এ’ এর রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উর্ত্তীণ হয় দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টারের বাধায় পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন জলাঞ্জলি দেয় দলটি। পরবর্তীতে পঞ্চমস্থান নির্ধারণী লড়াইয়ের প্লে-অফে নিউজিল্যান্ডকে হারিয়ে আজকের ম্যাচের জন্য জায়গা পাকাপোক্ত করে প্রোটিয়ারা।

হেড টু হেড পরিসংখ্যান-
যুব ক্রিকেটে দু’দলের দেখায় সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে শেষ হাসি হাসার কীর্তি রয়েছে বাংলাদেশের তরুণ টাইগারদের। দু’দলের ২১বারের দেখায় এখনো পর্যন্ত বাংলাদেশ জয় পেয়েছে ১৪ ম্যাচে বিপরীতে দক্ষিণ আফ্রিকার যুবাদের জয় সাত ম্যাচে। তবে পরিসংখ্যানের পাল্লা বদলে গেছে বিশ্বকাপের লড়াইয়ে। যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চার জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র এক ম্যাচে।

আবহাওয়ার পূর্বাভাস-
নিউজিল্যান্ডের কুইন্সটাউনে আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা আছে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রৌদ্রোজ্জল আবহাওয়ার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
পিনাক ঘোষ, মোঃ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ রনি হোসেন, হাসান মাহমুদ ও রবিউল হক।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি