রির্পোটঃমোঃ জাকারিয়া আলম দিপু.
নাগরিক সাংবাদিক.
বরিশালকে ভালোবেসে বরিশালের সমস্যা ও সম্ভাবনা উপস্থাপনের লক্ষ্য নিয়ে ১৩ আগস্ট ২০১৫ তারিখে জেলা প্রশাসন পরিচালিত গ্রুপটির যাত্রা শুরু করেছিল।শুরু থেকে গনমানুষের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত।সম্মানিত সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জনগণের খাল উদ্ধার,সমাজ কল্যানমূলক কাজ সহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণের মাধ্যমে গ্রুপটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। এই গ্রুপের মাধ্যমে সক্রিয় ‘সিটিজেন জার্নালিস্ট টিম বরিশাল’ সরকারি সম্মাননা লাভ করে।যা বরিশালকে করে গৌরবময়।আজ বরিশালের কিত্তোনখোলা নদী ঢেউ সারা দেশে থেকে দেশের বাহিরে ছড়িয়ে পড়েছে।এখন বরিশালের মানুষের কাছে নিভরযোগ্য প্রতিষ্ঠান বরিশালের জেলা প্রশাসন।আজ বরিশারের মানুষের প্রাণের গ্রুপ Barisal – Problem & Prospect বরিশাল – সমস্যা ও সম্ভাবনা গ্রুপ।আজ মানুষ তার সম্যাসা কথা নীরভয়ে বলতে পারে।এমন এক সময় ছিল, যখন বিভিন্ন সমস্যা নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে হত।মাসের পর মাস যেত, বছরের পর বছর যেত সমাধান আর হত না।এখন সমস্যার কথা সামাজিক যোগাযোগ মা্ধ্যেম ফেসবুকে গ্রুপে পোষ্ট কররে ২৪ ঘন্টা বা তার কম সময় ঘরে বসে সমাধান পায়।যা অবিশ্বাস হলেও সত্যে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে আরো একধাপ এগিয়ে নিলো।এমন এক সময় ছিল যখন মানুষ ভাবতো প্রশাসনের কাছে আমাদের কাজ কি?তাদের কাজ মিটিং-ফিটিং করা।সরকারের আদেশ-নিদেশ পালন করা।তাদের সাথে বন্ধুত্ব হয় না।আমরা আমজনতা আর তারা প্রশাসন। Barisal – Problem & Prospect বরিশাল – সমস্যা ও সম্ভাবনা গ্রুপটি আজ সব সংঙ্গা বদলে দিয়ে, আজ সরকারের একটি প্রতিষ্ঠান বা প্রশাসন গনমানুষের বন্ধু হয়েছে।গ্রুপটি এখানে থেমে নেই।গ্রুপটি গড়ে তুলেছে ৬০,০০০+ মানুষের একটি পরিবার।আজ এ পরিবারের একজনের সুখ-দুংখে,বিপদে-আপদে অন্যজন হাত বাড়িয়ে এগিয়ে আসে।গ্রুপটিতে সমস্যা ও সম্ভবনার কথার চর্চার পাশাপাশি মানুষের মূলবোধ,সামাজিক দায়িত্ব-কত্যব্য সর্ম্পেকে সচেতন করে।