বরিশালে মোঃ সেলিম গোমস্তা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ৫ শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত মোঃ সেলিম গোমস্তা বর্তমানে বরিশাল নগরের সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকায় ভাড়া থাকে তবে সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি এলাকার মোঃ ইয়াসিন গোমস্তার ছেলে। বিষয়টি নিশ্চিত করে আজ বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা শাখার পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের রুপাতলী এলাকার ভাষানী সড়ক থেকে সেলিম গোমস্তাকে ৫ পিস ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হয়।
(Visited ৭ times, ১ visits today)