আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সভা করেছে যুবলীগ। আজ রবিবার বিকেলে নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ ও সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।
মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সঞ্চলনায় প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান হিরন, মুজিবুর রহমান ও আতাউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বরিশাল মহানগর ও বিভাগের ৬ জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা স্থল বরিশালের বঙ্গবন্ধু উদ্যান জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান। একই সাথে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে যুবলীগের সকল নেতাকমীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।