মোঃ শাহাজাদা হিরা.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
গতকাল ১৮ জানুয়ারি বিকাল ৩ টায়, চাইল্ড রাইটস অ্যডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এর উদ্যোগে সারা দেশের সাথে একাত্ব হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর রেখে, কোন বিশেষ বিধান বা বিবেচনায় না রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ত করেন সেইন্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক, কাজী জাহাঙ্গীর কবীর। গত ২৪ নভেম্বর ২০১৬ মšী¿পরিষদ বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ এর খসড়া অনুমোদন করেছে। সেখানে আইনটিতে একটি বিশেষ বিধান রাখা হয়েছে যেখানে বলা হয়েছে “বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে যথাযথ আইনী প্রক্রিয়ায় বিবাহ কার্য সম্পন্ন হয়ে থাকে তাহলে তা অবৈধ হিসেবে বিবেচনা করা হবে না কিংবা অপরাধ হিসেবে পরিগণিত হবে না” এই ধরনের শর্তের সাথে উন্নয়ন সহযোগী সংস্থা সমূহ দ্বিমত পোষণ করে “প্রস্তাাবিত বাল্যবিবাহ নিরোধ আইনে ১৮ এর সাথে কোন শর্ত নয়” এই শ্লোগান নিয়ে বরিশালে কর্মরত সকল স্থানীয়, আন্ত্রর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সমূহ, সচেতন নাগরিক বৃন্দ একত্রিত হয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুবর্না আক্তার, শিশু শিক্ষা ও বিনোদন কেন্দ্র, আভাস, মোঃ জুবায়ের, কাশিপুর স্কুল এন্ড কলেজ, সাদিয়া আক্তার মীম, যুব ফোরাম, আবু সুফিয়ান, শিশু ফোরাম, ওয়াল্ড ভিশন, নাসরিন নাহার, সেভ দ্যা চিলড্রেন, ফয়েজ বেল্লাল, এনসিটিএফ এসময় শিশু বক্তারা। মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স, কোন বিশেষ বিধান বা বিবেচনায় না রেখে ১৮ রাখার পক্ষে সরকারের কাছে জোড় সুপারিশ জানায়। এসময় আরো উপস্থিত ছিলেন আভাস, নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, সভাপতি, মানবাধিকার জোট, জাহানারা বেগম স্বপ্না, নির্বাহী পরিচালক, সিডিএস, মোঃ ফায়েজ কাওসার, প্লান ইন্টারন্যাশনাল, আনোয়ার জাহিদ, নির্বাহী পরিচালক, আইসিডিএ, নিগার সুলতানা হনুফা, সম্পাদক, বিএনডিএন। শুভংকর চক্রবর্তী, নির্বাহী পরিচালক, ম্যাপ। বরিশালে কর্মরত সকল স্থানীয়, আন্ত্রর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সমূহ এবং স্থানীয় সচেতন নাগরিক বৃন্দ একাত্বতা প্রকাশ করেন। পরে মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিনিধি গন বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি পেশ করেণ।