আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এসময় ফেসবুক বন্ধে কোনো ধরনের নির্দেশনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
ফেসবুক বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
তিনি জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কিছু নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার বিষয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করা হয়নি। তবে বিটিআরসি টেকনিক্যাল কিছু বিষয় পরীক্ষা করে দেখেছে। সরকারের সিদ্ধান্ত পেলে বিটিআরসি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
(Visited ৮ times, ১ visits today)