ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচেও জয়ের টার্গেটে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় শ্রীলংকা। জিম্বাবুয়ের কাছে হেরে এবারের আসরে যাত্রা শুরু করা শ্রীলংকার লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে থাকা। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর বারটায় ম্যাচটি শুরু হবে।
ত্রিদেশীয় সিরিজে এবার বাংলাদেশ আর শ্রীলংকাকেই ফেভারেট ভাবা হয়েছিল। যদিও বাংলাদেশ থেকে শ্রীলংকা পরিসংখ্যানে অনেক এগিয়ে আছে। কারণ ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে ৩৪টিতে জিতেছে লংকানরা। বাংলাদেশের জয় মাত্র ৫টি ম্যাচে। দুটি হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ ২০১৭ সালে মার্চে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছিলো বাংলাদেশ। ঐ সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। তবে এই সিরিজে শ্রীলংকাকে ভালোই চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে ফেভারিট হিসেবেই জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুন্যের পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয়ের স্বাদ এনে দেয় বাংলাদেশকে। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্য ও তামিম ইকবালের ব্যাটিং-এ ৮ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। ফলে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ে পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে খোশ মেজাজেই রয়েছে বাংলাদেশ। তাই টাইগার অধিনায়ক মাশরাফি দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষ শ্রীলংকার বিপক্ষে জয়ের কথাই ভাবছেন। মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা কিন্তু প্রায় তিন’শ রান চেজ করার মতো অবস্থানে ছিলাম। অবশ্যই এই ধরনের জয় বাড়তি একটা অনুপ্রেরণা দেয়। আশা করব, যারা ঐ ম্যাচে অপরাজিত ছিল তাদের আত্মবিশ্বাস ভালো পর্যায়ে থাকবে। আর যারা আউট হয়েছে, বিজয় ও সাকিব, ওরাও ভালো করতে পারবে। বোলিংয়ের দিক থেকে সবাই ভালো বোলিং করেছে। শ্রীলংকাকে ২৭০/২৮০ রানের ভেতরে রাখার সামর্থ্য আমাদের অবশ্যই আছে। ওরা ভালো ব্যাটিং করলেও নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে যে রানের ভেতরে ওদের আটকাতে চাই তা করার সামর্থ্যও আমাদের আছে।’ জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ ভালো সূচনা করলেও শ্রীলংকা সেটা করতে পারেনি। জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরে যায় চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যরা। মিরপুরের শততম ওয়ানডে ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে দারুণ ভাবে সিরিজে ফেরে জিম্বাবুয়ে। ফলে প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তির দল জিম্বাবুয়ের কাছে হারায় মানসিক ভাবে একটিু পিছিয়ে আছে শ্রীলংকা। তবে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এতে চিন্তিত নন শ্রীলংকার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের প্রত্যাশা করে সামারাবিরা বলেন, ‘ভালো ব্যাপার হলো, টুর্নামেন্টে এখনও আমাদের বেশ কয়েকটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে পারবো। তিন দলের এমন টুর্নামেন্টে এটা হতেই পারে। আমরা এক বা দু’টি ম্যাচ হারতেই পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে তা সামনের ম্যাচগুলোতে কাজে লাগানো। ইতিবাচক দিকগুলো নিয়ে এই ম্যাচে ভালো ফলই প্রত্যাশা করছি।’
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।
শ্রীলংকা দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারতেœ, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান ও বানিদু হাসারাঙ্গা।