- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জোট বেধে সৌদি আরব মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।স্থানীয় সময় মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ইসলামি দেশগুলোর সংসদের প্রতিনিধিদের এক সম্মেলনে এ দাবি করেন ইরানের নেতা।
আয়াতুল্লাহ খামেনির নিজস্ব ওয়েবসাইটের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের বিষয়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে সৌদি ‘নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতা’ করেছে।সম্প্রতি ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে খামেনি বলেন, ‘ফিলিস্তিনের রাজধানী নিঃসন্দেহে পবিত্র স্থান। ওয়াশিংটনের ঘোষণায় কিছু আসে যায় না।’খামানি আরও বলেন, ‘আমরা সব মুসলিম দেশের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন গড়তে চাই। এমনকি ইরানের বিপক্ষে থাকা মুসলিম দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক গড়তে চাই।’বিপুল জনগোষ্ঠী এবং সুযোগ-সুবিধা সমৃদ্ধ মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বড় ধরনের ক্ষমতা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন খামেনি। এ ছাড়া মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধ বন্ধ করা ও দেশগুলোকে ইহুদিদের নিরাপদ বাসস্থানে পরিণত করতে দেওয়া উচিত হবেনা বলে মন্তব্য করেন এই নেতা।
(Visited ১৭ times, ১ visits today)