বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পৃথিবীর দিকে আসছে চীনের ধ্বংসপ্রাপ্ত মহাকাশ স্টেশন,ভেঙে পড়বে কোথায়?

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ১৮, ২০১৮ ১১:২১ অপরাহ্ণ

ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে চীনের ধ্বংসপ্রাপ্ত মহাকাশ স্টেশন তিয়াংগং-১। বিজ্ঞানীরা বলছেন, আর কিছুদিন বাদেই তা ভেঙে পড়বে পৃথিবীর বুকে। জটিল হিসাব কষে বেরও করেছেন ভেঙে পড়ার সম্ভাব্য কাল ও স্থান।সম্প্রতি ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসিএ জানায়, আদতেই সঠিকভাবে বলা যাচ্ছে না কোথায় ভেঙে পড়বে তিয়াংগং-১। তবে ধারণা করা হচ্ছে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, কিংবা এর আশপাশের দেশগুলোতেই পড়তে পারে মহাকাশ স্টেশনটি। ঝুঁকির তালিকা থেকে বাদ যাচ্ছে না উত্তর আমেরিকার একটি বড় অংশও।

তিয়াংগং-১ ভেঙে পড়ার সম্ভাব্য তারিখও বেছে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানান চলতি বছরের ১৭ মার্চ থেকে ২১ এপ্রিলের মধ্যে আছড়ে পড়বে মহাকাশ স্টেশনটি। তবে নির্ধারিত সময় ও এলাকার বাইরে যে সেটি পড়বে না এমন নিশ্চয়তাও দিতে পারছেন না বিজ্ঞানীরা।তবে এত দুশ্চিন্তার মধ্যেও কিছুটা হলেও ভালো খবর দিয়েছেন ইএসএর গবেষকরা। তারা জানিয়েছেন, প্রায় সাড়ে ৯০০ কেজির মহাকাশ স্টেশনটি বেশির ভাগই পুড়ে ধ্বংস হয়ে গেছে। তাই পৃথিবীর বুকে পড়তে পারে সেটির সামান্য কিছু অংশ। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির মাত্রা খুব একটা বেশি হবে না।২০১১ সালে মহাকাশে পাঠানো হয় তিয়াংগং-১। কিছু সময় পর থেকেই সেটিতে সমস্যা দেখা দেয়। ফলে ২০১৩ সালে সেটি থেকে তিন মহাকাশচারীকে ফিরিয়ে আনা হয়। ২০১৬ সাল থেলে মহাকাশ স্টেশনটির সংযোগ পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

(Visited ১৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি