ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশের লাখো মুসল্লির পদচারণায় মুখর ইজতেমার ময়দান।
এর আগে সম্পন্ন কার হয়েছে ইজতেমার সব ধরনের প্রস্তুতি।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা। এরইমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রায় ১০ হাজার মুসল্লি তুরাগ তীরে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বিরা। এছাড়া নির্ধারিত ১৬ জেলার মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে থাকেন ইজতেমা ময়দানে।
ইজেতমায় আগম মুসল্লিরা জানান, ‘আল্লাহ ও রাসূলকে ভালভাবে চিনার জন্য এখানে এসেছি। এর সঙ্গে কীভাবে জান্নাতে যাওয়া যাবে, এবং জাহান্নাম থেকে কীভাবে জান্নাতে যাওয়া যায়, সেই দীক্ষা নেয়া জন্য এখানে এসেছি।’
ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এ জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।