বুধবার , ১০ জানুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জিম্বাবুয়ে ক্রিকেট দল আসবে ১১ জানুয়ারি

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ১০, ২০১৮ ৮:৫৬ অপরাহ্ণ

একদিন পিছিয়ে গেল জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশে আসার তারিখ। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আজ (বুধবার) ঢাকায় পা রাখার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

কিন্তু সফরকারী দলটি নিজেদের পরিকল্পনায় সামান্য পরিবর্তন এনেছে। আজ ঢাকায় আসছে না দলটি। একদিন পিছিয়ে জিম্বুাবুয়ে বাংলাদেশে আসবে ১১ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, বুধবারের পরিবর্তে জিম্বাবুয়ে দল ঢাকায় আসছে ১১ জানুয়ারি বৃহস্পতিবার। রাত ১১টায় বাংলাদেশে এসে পৌঁছার কথা জিম্বাবুয়ের।

ত্রিদেশীয় সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। তাদের বোলিং কোচ মাখায়া এনটিনি হঠাৎ পদত্যাগ করেন। যদিও এনটিনির দাবি, তাকে পদত্যাগ করতে বলেছিল জিম্বাবুয়ে ক্রিকেট! বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের জন্য বেশ কিছু নতুন মুখ নিয়েই দল সাজিয়েছে জিম্বাবুয়ে। ২০ বছর বয়সি তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার ব্রেন্ডন মাভুতা দলে ডাক পেয়েছেন। এ ছাড়াও রয়েছেন ১৯ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে। একদিন পিছিয়ে বাংলাদেশে আসলেও ১৩ জানুয়ারি বিকেএসপিতে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা ঠিকই আছে। ১২ জানুয়ারি মিরপুরের একাডেমিতে অনুশীলন করবে তারা।

ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি।

(Visited ২৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি