স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৪৭ বছর আগে একটি স্বনির্ভর দেশ গড়তে যে সংগ্রাম শুরু করেছিলো জাতির পিতা, আকাঙ্ক্ষিত সে লক্ষ্যে আজও কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
এক সাগর রক্তে বাঙালীর পদতলে যখন হানাদারদের অস্ত্র সমর্পণ, তখনও পাকিস্তানের কারাগারে বন্দি মুক্তির সংগ্রামের মহানায়ক। বিজয়ের আনন্দে উদ্বেলিত বাঙালীর আরেক আনন্দের দিন আসতে সময় লেগেছিলো আরও ২৬ টি দিন। ১৯৭২ এর আজকের এই দিনে সদ্যজাত বাংলাদেশে ফিরে এসেছিলেন জাতির অবিসংবাদিত নেতা।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম ভোরে পারিবারিক স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় প্রধান হিসেবে আবারও শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। বলেন, নানা অপ্রাপ্তি থাকলেও বিজয়কে সুসংহত করতে জাতির পিতার দেখানো পথেই হাঁটছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।