খান সন্স গ্রুপ অব কোম্পানি ও অলিম্পিক সিমেন্ট কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান খান চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
সোমবার বেলা ১১ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত বরিশাল মুসলিম গোরস্থানে। জানাজার নামাজে অংশ নেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রউফ, বরিশাল মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনসহ রাজনৈতি ও সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত রোববার বাদ আসর রাজধানীর গুলশান মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ বরিশালে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের প্রথম দিকে আমেরিকায় যান শিল্পপতি মজিবুর রহমান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১১ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডনের কার্নিভালে নিয়ে যাওয়া হয়। সেখানে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।