‘লংগেস্ট সিংগেল লাইন অব বাইসাইকেল মুভিং’ ক্যাটাগরিতে সাইকেল চালিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাইক্লিস্টরা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) তাদের এই স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।
গেল বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে গিনেস বুকে নাম লেখাতে সাইক্লিংয়ের এই আয়োজন করেছিল বিডি সাইক্লিস্ট নামের একটি বাংলাদেশি সাইকেল রাইডার সংগঠন। নতুন রেকর্ড গড়তে সাইক্লিংয়ে সেদিন অংশ নিয়েছিলেন ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্ট। নতুন রেকর্ড হিসেবে যার স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিজয় দিবসের সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পিছন থেকে শুরু হয়েছিল এই সাইকেল রাইড। যেখানে রেকর্ড গড়ার জন্য কমপক্ষে এক হাজার সাইক্লিস্টকে এক লাইনে ৩ দশমিক ২ কিলোমিটার পথ পাড়ি দেওয়া কথা ছিল। কিন্তু সেখানে অংশ নিয়েছিল ১ হাজার ১৮৬ জন। আর তারা পথ পাড়ি দিয়েছিল প্রায় ৫ কিলোমিটার। এর আগে এই রেকর্ডটি ছিল বসনিয়ার দখলে। যেখানে অংশ নিয়েছিল ৯৮৪ জন সাইকেলিস্ট।