বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা। নগরীর জগদীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল আজ বিকেলে মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান। এসময় বিএমপি কমিশনার এসএম রুহুল আমিন, শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সহ সংস্কৃতিজনরা উপস্থিত ছিলেন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এই মেলার আয়োজন করে।
উদ্বোধনের পর আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৬টি স্টল নিয়ে শুরু হওয়া এই মেলা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০ পর্যন্ত সকলের জন্য উন্মক্ত থাকবে।
(Visited ১৩ times, ১ visits today)