বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আজ রাতে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সভাটি শুরু হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তার মানসিক সমস্যা দেখা দিলো কি-না, সেটাও বলতে পারছি না। পরীক্ষা করে দেখা দরকার, তার মাথা ঠিক আছে কি-না।
সম্প্রতি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সরকারের পদ্মা সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে। কেউ এই পদ্মা সেতুতে উঠবেন না। খালেদা জিয়ার এমন কথার জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। খালেদা বলেছেন, পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে করা হচ্ছে। তিনি কাউকে পদ্মা সেতুতে উঠতে মানা করেছেন। আমরা দেখবো, খালেদা এবং বিএনপি নেতারা পদ্মা সেতুতে ওঠেন কি-না।