প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদক পেলেন ঠাকুরগাঁওয়ে কর্মরত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।
২০১৭ সালে পুলিশের ভালো কাজের অবদানের জন্য ও (IGP’s Exemplary services Badge)) সম্মাননা পদক দেয়া হয় তাদের।
পদক প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ ও সদ্য পদন্নোতি পাওয়া পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ ২০১৭ সালে জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক কাজ করেছেন। এছাড়া দেওয়ান লালন আহমেদ জেলার চাঞ্চল্যকর হত্যাকান্ডগুলোর মূল রহস্য উদঘাটন ও আইসিটিতে অবদানের জন্য এ পদকে ভূষিত করা হয়।
সারাদেশের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৩৩০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজিপি পদক দেয়া হয়।
(Visited ১১ times, ১ visits today)