শুক্রবার , ৫ জানুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে সাবেক এমপিকে ছাত্রলীগের ধাওয়া

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৫, ২০১৮ ১০:১৯ অপরাহ্ণ

বরিশাল জেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খানের গাড়ি বহরে ধাওয়া করেছে ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে নগরীর কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাকিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ আবুল হোসেনের বহরে থাকা কর্মীদের একটি মোটরসাইকেল রেখে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

সাবেক এমপি আবুল হোসেন খান জানান, শুক্রবার সন্ধ্যার পর কয়েকটি মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে তিনি নগরীর পশ্চিম কাউনিয়ায় মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাড়ির দিকে যাচ্ছিলেন। কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাংকি এলাকায় তাদের মোটরসাইকেলের বহর আটকে দেয় ছাত্রলীগের রউজ আহম্মেদ মান্নাসহ অন্যান্যরা। তারা ধর ধর বলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেল রেখে দেয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ছাত্রলীগ বিএনপি’র সাবেক এমপিকে ধাওয়া কিংবা তাদের মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছে।

নগরীর কাউনিয়া থানার ওসি মো. নুরুল ইসলাম এ ধরনের কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি