মোঃ শাহাজাদা হিরা.
বরিশাল নগরীতে উৎসব মুখর পরিবেশে যাত্রা শুরু করেছে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল। গতকাল শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশাল জিলা স্কুল কলেজ ভবনে এ বিদ্যালয়ের একাডেমীক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা কার্যক্রমের টেলিকনফারেন্স উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস। বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বেলুন ও পায়রা উরিয়ে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বিএম কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল। পরে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।