অদ্য ০৬/০১/২০১২ তাং ‘৭১’র চেতনা’ সংগঠনের চেতনালয় স্বেচ্ছাসেবী পথ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছর উপলক্ষে নতুন বস্ত্র বিতরন করার মাধ্যমে বিদ্যালয়ের এবছরের কার্যক্রম শুরু করা হয় এ সময় সংগঠনের সদস্যারা শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন। উল্লেখ্য ‘৭১’র চেতনা’ দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকাণ্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত শিশুদের কথা চিন্তা করে চেতনালয় স্বেচ্ছাসেবী পথ বিদ্যালয় পরিচালনা করে থাকে।
(Visited ৫ times, ১ visits today)