বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের উইকেট ইস্যুতে তামিমের মন্তব্যের জেরে এই জরিমানা করা হয়। পাশাপাশি তামিমকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে।
উল্লেখ্য, বিপিএলে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি ম্যাচ শেষে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন তামিম। সংবাদ সম্মেলনে উইকেটের সমালোচনা করেছিলেন মাশরাফি বিন মর্তুজাও। তবে তামিমের মন্তব্যে আপত্তি জানিয়ে বিসিবি তাকে ডেকে পাঠায়। যদিও টি টেন লিগে খেলতে যাওয়ার আগে বিসিবির কাছে ক্ষমা চেয়েছিলেন তামিম। এবার তাকে ওই ইস্যুতে জরিমানা ও সতর্ক করা হল।
(Visited ১০ times, ১ visits today)