বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে ঝালকাঠিতে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। আজ সোমবার সকালে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসব উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ঝালকাঠি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই লাখ শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়। বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। নেচে গেয়ে তারা বই বিতরণ উৎসব মুখরিত করে তোলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু একটি শিক্ষানীতি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটের আঘাতে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। জাতির জনককে হত্যার পর ২১ বছরে কোনো সরকার শিক্ষানীতি করতে পারেনি। ‘
আমু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একটি শিক্ষানীতি করা হয়েছে। এটি অবশ্যই যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন। ফলে আমাদের দেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করতে পারছে।বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সরকার প্রমাণ করেছে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ।