অফিসে কাজের ফাঁকে মুখে চুইংগাম নিয়ে বসে থাকেন? অনেকে বলে খারাপ অভ্যাস। তাতে কান দেবেন না। চুইংগামের অনেক গুণও আছে।
জেনি নিন চুইংগামের যত গুন—
ঘুম পেলে
ক্লান্ত বোধ করলে বা অকারণে ঘুম পেলে চুইংগাম চিবোন। ২০০৯ সালে নিউ ইয়র্কে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চুইংগাম চিবোলে ইন্দ্রিয় সতর্ক থাকে।
ওজন কমায়
জিমে ঘাম ঝরিয়ে ওজন কমানোর চেষ্টা করছেন! তাহলে সুগার ফ্রি চুইংগাম মুখে দিতে পারেন। খিদে পাবে না।
দাঁতের ক্ষয় রোধ করে
দাঁতের ক্ষয় রোধ করে চুইংগাম। দিনে দু’–তিনবার দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হয়! সেই সমস্যা থেকেও মুক্তি মিলবে।
মানসিক দুশ্চিন্তায়
মানসিক দুশ্চিন্তায় ভুগলে চুইংগাম মুখে দিন। মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে।
কাজে মন না বসলে
কাজে মন বসাতে পারছেন না! চুইংগাম মনোযোগ বাড়াতে সাহায্য করে।
বদহজমের সমস্যা
বদহজমের সমস্যা থাকলে ফ্লেভার্ড চিউয়িংগাম বেছে নিন। এটি বদহজমের সমস্যা দূর করবে।
ধূমপান
ধূমপান ছাড়তে পারছেন না! নিকোরেট গাম মুখে দিন। ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।