স্পেন ছেড়ে সুইজারল্যান্ডের ক্লাবে যোগ দিচ্ছেন জিসেদান জিদানের ছেলে এন্ডো জিদান। লা-লীগার দল আলাভেস ছেড়ে সুইজারল্যান্ডের লুসান ক্লাবে যোগ দিতে এন্ডো রাজি হয়েছেন বলে বলে আজ স্পনিশ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সফলভাবে রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে তিন বছর কাটানোর পর গত জুনে আলাভেসে যোগ দিয়ে লা-লীগায় মাত্র দুটি ম্যাচ খেলেছেন মিড ফিল্ডার ২২ বছর বয়সী এন্ডো।
আলাভেসের নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে গত কয়েক মাস সুন্দরভাবে কাজ করার জন্য ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন। সুইজ লীগে লুসান বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে।
(Visited ৮ times, ১ visits today)