একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ছেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার সাব্বির রহমান। যার কারণে তাকে বাংলাদেশের ক্রিকেটের ব্যাডবয় বলা হয়ে থাকে। নিয়মনীতির তোয়াক্কা না করা, নারী কেলেঙ্কারি, সতীর্থ-দর্শকদের সঙ্গে খারাপ ব্যবহার করাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে তার বিপক্ষে। বিপিএলও জরিমানা হয় তার।
নেতিবাচক কারণে আবারো শিরোনামে এলেন সাব্বির রহমান। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে দর্শককে পিটিয়েছেন তিনি। এমনকি অভিযোগ রয়েছে- এই ঘটনায় ম্যাচ রেফারিকেও শাসিয়েছেন তিনি। তার বিরুদ্ধে কিছুদিন পরপর এমন অভিযোগ তার জন্য মঙ্গল জনক নয় বলেও অনেকেই মন্তব্য করেছেন।
ঘটনার সূত্রপাত হয়, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্টোর বিপক্ষে খেলছিল সাব্বির রহমানের রাজশাহী বিভাগ। এই ম্যাচে ব্যাট হাতে কোনো রানই করতে পারেননি সাব্বির। আউট হয়ে বেরিয়ে আসার সময় দর্শকদের কটূক্তির শিকার হন জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যান। এতে তো জুনিয়র ক্রিকেটাররা ম্যাচে রানের ফোয়ারা ছুটিয়েছেন আর সিনিয়র হয়ে সাব্বির ফিরেছেন শূন্য রান করে তার ওপর দর্শকদের টিপ্পনি হজম করতে পারেননি তিনি। ইনিংস শেষে বাজে মন্তব্য করা এক দর্শককে মাঠের বাইরে ডেকে আনেন সাব্বির। শোনা যায়, সেই দর্শককে বেশ কয়েকটি থাপ্পরও মেরেছেন তিনি।
ম্যাচ চলাকালেই সেই দর্শক ম্যাচ অফিশিয়ালদের বিষয়টি অবহিত করেন। ম্যাাচ শেষে সাব্বিরকে ডেকে পাঠান ম্যাচ রেফারি শওকাতুর রহমান। তবে ম্যাাচ রেফারিকেএ নাকি শাসিয়েছেন সাব্বির। যদিও এই বিষয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন সাব্বির।