ক্রিকেটের ২০১৭ সালের গল্পটা প্রায় শেষের পথে। সামনের পথে হাঁটার আগে পেছনে ফিরে প্রাপ্তি-অপ্রাপ্তির খাতাগুলোয় একবার চোখ বুলোতেই হচ্ছে। ইংল্যান্ডের শীর্ষ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তো সফলতার ভিত্তিতে টেস্ট একাদশই বানিয়ে ফেলেছে। সুখবর, সেই ১১ জনের দলে বাংলাদেশের দুজনের জায়গা হয়েছে। তিনি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বছরের সেরা টেস্ট পারফর্মারদের নিয়ে টেস্ট একাদশটি তৈরি করেছে গার্ডিয়ান। যেখানে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ চারজনের জায়গা হয়েছে। ইংল্যান্ড থেকে জায়গা হয়েছে মাত্র একজনের। ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে দুজন করে জায়গা পেয়েছেন। পাকিস্তান, নিউজিল্যান্ড, উইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কোনও ক্রিকেটারের এই একাদশে জায়গা হয়নি।
বাংলাদেশ থেকে জায়গা পাওয়া সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও সদ্য ওই পদেরই দায়িত্ব পাওয়া সাকিব এ বছর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম তিনজনের মধ্যেই রয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৬২ রান তুলেছেন। টেস্টে ৭৬৬ রান। উইকেটের পেছনে সাদা পোশাকে দাঁড়িয়ে নিয়েছেন ১২ ক্যাচ ও স্টাম্পিং দুইটি। অন্যদিকে ক্রিকেটের তিন ফরম্যাটে সাকিব আল হাসানের সংগ্রহ ১২১৫ রান। টেস্টে মোট রান ৬৬৫। উইকেট নিয়েছেন ২৯টি।
গার্ডিয়ানের একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), চেতেশ্বর পূজারা (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।