ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেন, শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে। কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। এই কল সেন্টারে আটকা পড়াদের অধিকাংশ কর্মী নিহত হয়েছে।
তিনি আরো জানান, এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিকের তার তৈরি হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রেসিডেন্টের সহকারীদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন।
দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।
(Visited ১৩ times, ১ visits today)